Back to all

ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন সানস্ক্রিন

সানস্ক্রিন ত্বকের যে প্রকৃতি সঠিক তা বেছে নিতে হলে কয়েকটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ:

শুষ্ক ত্বকের জন্য :

শুষ্ক ত্বক এমনিতেই খুব রুক্ষ প্রকৃতির হয়। সেক্ষেত্রে আপনি ড্রাই ধরনের কোনও সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। তাই এই ধরনের ত্বকের ক্ষেত্রে ময়েশ্চারাইজ়ার ধরনের সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এর ফলে ত্বক ময়েশ্চারাইজ়ও হবে। এবং ত্বকের আদ্রতাও বজায় থাকবে।

রুক্ষ ত্বকের জন্য:

রুক্ষ ত্বকে সাধারণ সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে পড়ে। সেক্ষেত্রে এই ত্বকের জন্যও ময়েশ্চারাইজ়ার সমৃদ্ধ সানস্ক্রিন বাছাই করতে পারেন। তবে এক্ষেত্রেও SPF ৩০ মাত্রার অধিক সানস্ক্রিন ব্যবহার করুন।

তৈলাক্ত ত্বক :

তৈলাক্ত ত্বক এমনিতেই খুব সংবেদনশীল হয়। এই  ত্বকে সব ধরনের প্রোডাক্ট ব্যবহার করা যায় না। এতে ত্বকে ব্রণের, র্যাসের মতো নানা সমস্যা দেখা দেয়। তৈলাক্ত ত্বকের জন্য অবশ্যই ওয়াটার বেইজ়ড সানস্ক্রিন বাছাই করা উচিত। এতে যেমন ত্বক রোদের হাত থেকে মুক্তি পায়। তেমনই কোনও সমস্যাও দেখা দেয় না। তবে এক্ষেত্রে সানস্ক্রিন SPF ৩০ মাত্রার বেশি ব্যবহার করবেন।

সাধারণ ত্বকের জন্য :

সাধারণ ত্বকের জন্য সানস্ক্রিন বাছাইয়ের অত ঝামেলা  নেই। কারণ সাধারণ ত্বকে SPF ৩০ থেকে ৫০  মাত্রার সানস্ক্রিনই ভালোভাবে কাজ করে। সাধারণ ত্বকের  ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কারণ ঘেমে গেলেও সানস্ক্রিন ত্বকে থাকে।

Comments
Write a comment Close
*